সিপিএমের অগ্রণী সৈনিক হিসেবে কাজ করছে কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে : নবেন্দু

আগরতলা, ১১ মার্চ : সিপিএমের অগ্রণী সৈনিক হিসেবে কাজ করছে কংগ্রেস। সিপিএমের বক্তব্যগুলি কংগ্রেস আগে থেকে বলার চেষ্টা করছে। একাধিক ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কংগ্রেস দল। কিন্তু কংগ্রেস আমলে একাধিক দুর্নীতির তথ্য রয়েছে। মানুষ সেগুলি ভুলে যায়নি। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

তিনি বলেন, কংগ্রেস তাদের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে চাকরি না দেওয়ার অভিযোগ তুলেছে। তিনি তথ্য দিয়ে বলেন, বিজেপি সরকারের আমলে ১৭৬৪৫ জনের চাকুরী হয়েছে। এবং সেই পদগুলির মধ্যে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ নেই। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই এই চাকুরীগুলি দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, কিন্তু কংগ্রেস আমলে চাকুরীর নামে দুর্নীতি করা হয়েছে। তথ্য সহ উদাহরন দিতে গিয়ে নবেন্দু ভট্টাচার্য উল্লেখ করেন, ১৯৯০ সালে টিসিএস এবং টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছিল। তখন বিয়েতে চাকুরীর অফার উপহার হিসেবে দেওয়া হতো। নেতা মন্ত্রীদের পকেটে থাকতো এই চাকুরীর অফার।

এছাড়াও সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে গোপন সম্পর্কের কথাও তুলে ধরেন নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, সেই আমলে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে লেনদেন ভাগ বাটোয়ারা চলত। একাধিক এধরনের ঘটনা রয়েছে। তিনি ১৯৯৩ সালের রাজনৈতিক ঘটনাবলীর বিবরণ তুলে এনে বলেন, ১৯৯৩ সালে নির্বাচনের আগে পুরসভা ভাংচুর, পঞ্চায়েত ভাঙচুর, খাদ্য কেলেঙ্কারি, ছাত্রদের পাঠ্যপুস্তক কেলেঙ্কারি, বিভিন্ন স্কিমের টাকা লোপাট আরো প্রচুর ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো মানুষ ভুলে যায়নি।

তিনি বলেন, কংগ্রেসের সময়কালে এত দুর্নীতি কেলেঙ্কারির ঘটনা রয়েছে। কিন্তু বিজেপির সরকারের উন্নতিকে কালিমালিপ্ত করার জন্যেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে।

তিনি আরো বলেন, বিজেপি আমলে যুবকদের চাকুরী হচ্ছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে। সন্ত্রাস বন্ধ হয়েছে। কিন্তু বাম ও কংগ্রেসের আমলগুলিতে রাজ্যের আইনশৃঙ্খলা ছিলনা বললেই চলে। অপহরণ, সন্ত্রাস এগুলি তখন নিত্যদিনের বিষয় ছিল। আন্ত্রিক, ম্যালেরিয়ায় মানুষের মৃত্যু হত। অনাহারে অর্ধাহারে মানুষের মৃত্যু হত। কিন্তু এগুলো এখন অতীত।

তিনি বলেন, বিজেপির জমায়েত দেখে ঘাবড়ে গেছে কংগ্রেস। তাই মনুষকে বিভ্রান্ত করার জন্য তারা ভিত্তিহীন অভিযোগ করছে। কিন্তু মানুষ এখন সচেতন। বিজেপির জামায়াতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন। এদিন একপ্রকার কংগ্রেসের অভিযোগ খন্ডন করতে গিয়ে কংগ্রেসকে তুলোধোনা করেছেন নবেন্দু ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *