পালামু, ১১ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের পালামৌতে এনকাউন্টারে খতম হয়েছে গ্যাংস্টার অমন সাও। মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার অমন সাও। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, পালামৌতে পালানোর চেষ্টা করার সময় গ্যাংস্টার অমন সাওকে গুলি করে হত্যা করা হয়েছে।
এই এনকাউন্টারে একজন এটিএস জওয়ানও আহত হয়েছেন। অমন সাও-কে এটিএস রাঁচিতে আনার সময় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। রামগড় থানা এলাকার আওতাধীন পালামৌতে, অমনের দল পুলিশের গাড়িতে হামলা চালায় এবং অমন সাও পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ গুলি করে মেরেছে তাকে।
—————