সংসদের বাজেট অধিবেশন বিআরএস-এর জন্য অর্থহীন : কে কবিতা

হায়দরাবাদ, ১০ মার্চ (হি.স.): সংসদের বাজেট অধিবেশন বিআরএস-এর জন্য অর্থহীন, কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিআরএস এমএলসি কে কবিতা। সোমবার সকালে হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কবিতা বলেছেন, “সংসদ অধিবেশনে কিছুই হবে না। ৮ জন বিজেপি সাংসদ এবং ৮ জন কংগ্রেস সাংসদ আছেন, তাঁরা তেলেঙ্গানা নিয়ে কথা বলেন না। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের শূন্য বাজেট দেয়, আমরা কিছুই পাব না, বাজেট অধিবেশন আমাদের জন্য অর্থহীন।”

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির সমালোচনা করে কে কবিতা বলেছেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি গতকাল জাতীয় গণমাধ্যমে মন্তব্য করেছেন, আমাদের রাজ্য আর্থিকভাবে ভালো করছে না এবং তিনি প্রতি মাসে মূলধন ব্যয়ের জন্য ৫০০ কোটি টাকাও ব্যয় করতে পারছেন না। এটি দুর্ভাগ্যজনক। বাস্তবতা হল, রাজ্য সরকার ১৮,৮০০ কোটি টাকার অসাধারণ রাজস্ব পাচ্ছে এবং তাঁরা মাত্র ৬,০০০ টাকা ব্যয় করছে। তাই একজন মুখ্যমন্ত্রী জাতীয় গণমাধ্যমে প্রকাশ্যে মিথ্যা বলছেন, আমরা বিশ্বাস করি এটি আমাদের রাজ্যের অপমান। আমরা দাবি করছি, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি তেলঙ্গানার জনগণের কাছে ক্ষমা চাইবেন।”

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *