নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ:
এক বিশেষভাবে সক্ষম ছেলের উপর নির্ভর গোটা পরিবার। এই বিরল চিত্রটি দেখা গেছে সোনামুড়া থানাধীন বেজিমারা পঞ্চায়েত থেকে।
সোনামুড়া থানাধীন বেজিমারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী ছেলের উপর নির্ভর পাঁচজনের পরিবার। প্রতিবন্ধীর নাম ওয়াসিম মিয়া, বাবার নাম আব্দুল বারেক। বাড়ি বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বরনারায়ন টিলায়। ওয়াসিম মিয়ার জন্মের পর থেকে দুটি পা বিকলাঙ্গ। সে পা দুটো নিয়ে ঠিকমতো চলাফেরা করতে পারে না। বলা যেতে পারে ১০০% বিকলাঙ্গ। তারপরেও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ওয়াসিমকে প্রতিদিন রুটি রোজগারের জন্য বের হতে হয়। কারণ তার মাথার উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল।
তার বাবা রয়েছে, কিন্তু থাকলেও সেও মানসিক ভারসাম্যহীন, রয়েছে মা, মা কোন কাজ করতে পারেন না, রয়েছে বোন, এর মধ্যে একজনকে বিয়ে দিয়েছে, বাকি দুজন পড়াশোনা করছে। নিজের ঘর-ভিটে ছাড়া, সম্পত্তি নেই বিকলাঙ্গ ওয়াসিম মিয়ার। মাসে ২০০০ টাকার সরকারি ভাতা পেলেও, কিন্তু ২ হাজার টাকা দিয়ে পরিবারের পাঁচজনের ভরণ পোষণের জন্য কোন কিছুই হয় না।
এ মুহূর্তে চলছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস। এই রমজান মাসে পুন্যের আশায় দান করেন ইসলাম ধর্মাবলম্বীর। তাই সকলে যাতে, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে যেন আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে সেই আবেদন জানিয়েছে বিকলাঙ্গ ওয়াসিম। তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন জানায় সে।