আগরতলা, ৭ মার্চ: গতকাল গভীর রাতে পাচারকালে বিলোনিয়া থানার পুলিশ গবাদি পশু বোঝাই গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১০ টি গবাদি পশুকে বাজেয়াপ্তর করে। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবন দায়ী ঔষধ, বিভিন্ন পন্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমতা পাচার বাণিজ্যও বাড়বাড়ন্ত। দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার। কাঁটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা, এ নিয়ে উঠছে প্রশ্ন।
এরই মধ্যে গতকাল রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে টিআর০৩কে১৭১৬ নম্বরের গবাদি বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোন কাগজ পত্র দেখাতে না পারায় পুলিশ গবাদি বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্ৰেপ্তার করে। জানা গিয়েছে,জামজুড়ি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। গাড়িতে দশটি গবাদি পশু পাওয়া যায়।

