নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ ও ১২ মার্চ মরিশাস যাচ্ছেন। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রণধীর বলেছেন, প্রধানমন্ত্রী মোদী ১১ ও ১২ মার্চ মরিশাসে যাচ্ছেন, ওই সময়ে মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও এই উদযাপনে অংশগ্রহণ করবে।
রণধীর জয়সওয়াল আরও বলেছেন, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৫ সালে মরিশাস সফর করেছিলেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন, মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং দেশটির গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতাদের সাথে আরও বেশ কয়েকটি বৈঠক করবেন।