আগরতলা, ৭ মার্চ : ত্রিমুখী যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে একজন ব্যক্তি। আজ সকালে বিশালগড় থানাধীন লেম্মুতলী তহশীল কাছারির সামনে ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশালগড় থানাধীন লেম্মুতলী তহশীল কাছারির সামনে যান দুর্ঘটনায় আহত হয়েছে এক বাইক চালক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলেরো গাড়ি। ওই দুর্ঘটনায় ভেঙে চুরমার বাইকটি। দুমড়ে মুচড়ে যায় আরেকটি গাড়ি। ঘটনার বিবরণে জানা গিয়েছে, এদিন সকালে বাইক নিয়ে এক যুবক মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তার মাথা এলাকায় উল্টো দিক থেকে দ্রুত গতিতে বোলোরো নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারলে বাইক ছিটকে পড়ে আরেকটি গাড়ির পেছনে। সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বোলোরো গাড়িটি।