আগরতলা, ৬ মার্চ : গোপন খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ এক বাড়িতে অভিযান চালিয়ে ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে দুটো বাইক, মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা হবে। সাথে তিন জনকে আটক করা হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।
এদিন জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে চান্দিমুড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ১.৬ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে দুটো বাইক, মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা হবে। সাথে তিন জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন, বাবুল মিয়া (৫৫), সঞ্জয় মিয়ূ, সিপন হোসেন।