অন্ধ্রপ্রদেশের এলুরুতে বাস ও লরির সংঘর্ষে মৃত ৩, আহত ২০ জন

এলুরু, ৬ মার্চ (হি.স.): অন্ধ্রপ্রদেশের এলুরুতে বাস ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি হায়দরাবাদ থেকে কাকিনাড়া যাচ্ছিল। এলুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে এলুরুর চোদিমেল্লা গ্রামের কাছে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

সংঘর্ষ এতটাই জোরালো ছিল বাসটি তুবড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাসের ৩ যাত্রীর, এছাড়াও কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—————