দেহরাদূন পৌঁছলেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ৬ মার্চ (হি.স.): দেহরাদূন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি তাঁর উদ্যমী নেতৃত্ব এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেবভূমি উত্তরাখণ্ডের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন, দেশের উন্নতির একজন মহান অন্বেষণকারী, আজ দেহরাদূনে তাঁর আগমনে তাঁকে আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানানো হয়েছে।”

উত্তরাখণ্ডের হারসিলে এদিন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। হারসিলে ট্রেক ও বাইক র‌্যালির সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী এবং হারসিলে একটি জনসমাবেশেও ভাষণ দেবেন।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *