হিসার, ৬ মার্চ (হি.স.): হরিয়ানার হিসারে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পলিটেকনিক পড়ুয়ার। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হিসারের মাঙ্গালি সড়কে। নিহত ৪ যুবকের নাম – অঙ্কুশ, হীতেশ, সাহিল ও নিখিল। তাঁরা হিসারের পলিটেকনিক ইনস্টিটিউটের পড়ুয়া ছিল। বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাঁদের গাড়ির দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে হিসার-মাঙ্গালি সড়কে এক দুর্ঘটনায় হিসারের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের চার ছাত্রের মৃত্যু হয়েছে।একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি গাছে তাঁদের গাড়ি ধাক্কা মারে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে এবং এয়ারব্যাগ থাকা সত্ত্বেও ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
—————