উদয়পুর, ৫ মার্চ: বুধবার গোমতী জেলার উদয়পুর, অমরপুর ও করবুক মহকুমায় শুরু হয়েছে প্রতিভা অন্বেষণ শিবির। এই শিবিরে মোট ৩১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে প্রতিটি মহকুমা থেকে ১০৪ জন করে খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, গোমতী জেলার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, রঞ্জিত দাস, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার প্রমুখ অতিথিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিরা এদিন বলেন, রাজ্য সরকার তৃণমূল স্তরের খেলোয়াড়দের তুলে আনার উদ্দেশ্যে এই প্রতিভা অন্বেষণ শিবির শুরু করেছে। এই শিবিরের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের নতুন সম্ভাবনার দিক খুলে দেওয়া হবে।