নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): শিবরাজ সিং চৌহানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি
শুভেচ্ছা জানান তাঁর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীকে।
তিনি জানান, বিজেপির কর্মঠ নেতা এবং সরকারে আমার সহকর্মী শিবরাজ সিং চৌহানকে জন্মদিনের শুভেচ্ছা। উনি দেশের কৃষিব্যবস্থা ও কৃষক ভাই-বোনদের কল্যাণের পাশাপাশি গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঈশ্বরের কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন প্রার্থনা করি।