পদ্মকর শিভালকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি সুনীল গাভাস্করের

মুম্বই, ৪ মার্চ(হি.স.) : বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন পদ্মকর শিভালকর। সোমবার,৩ মার্চ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মকর শিভালকর। ১৪ সেপ্টেম্বর, ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন পদ্মকর শিভালকর। পদ্মকর শিভালকরের প্রতি শ্রদ্ধাঞ্জলিতে সুনীল গাভাস্কর বলেন ,”ভারতের অধিনায়ক হিসেবে আমার একটা আফসোস হল জাতীয় নির্বাচকদের টেস্ট দলে ‘প্যাডি’কে অন্তর্ভুক্ত করার জন্য রাজি করাতে পারিনি। ইন্ডিয়া ক্যাপটি অন্যদের তুলনায় তাঁর অনেক বেশি প্রাপ্য ছিল। এটাই ভাগ্য”। সেই সঙ্গে তিনি আরও বলেন, “তিনি এমন একজন বোলার ছিলেন যিনি প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানকে আউট করে মুম্বইয়ের জয় নিশ্চিত করতেন। প্যাডি ছিলেন অনন্য এবং তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।”

পদ্মকর শিবালকর তাঁর ঘটনাবহুল কেরিয়ারে অসাধারণ পারফর্ম করেছেন। ১৯৬২ সালে অভিষেক থেকে ১৯৮৮ সালে তাঁর শেষ বছর পর্যন্ত শিবালকর ১২৪টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৫৮৯টি প্রথম-শ্রেণীর উইকেট শিকার করেছেন, গড়ে ২০টিরও কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *