বিলোনিয়া, ৪ মার্চ : নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনার দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করলো বিলোনিয়া আদালত। দীর্ঘ শুনানিতে ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দন্ডবিধি ৩৬৩ ধারায় দুই বছরের জেল, অপরদিকে সেক্স পস্কো আইনের ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলোনিয়ার বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস। সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম(২৭),বাড়ি কৈলাশহর এলাকায়।
নাবালিকা অপহরনের ঘটনাটি ঘটে গত ২০২২ ইং সালের জুলাই মাসের ১২ তারিখ। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিন রাতে সাব্রুম মহকুমার অন্তর্গত মনু বাজার থানাতে মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর মনু বাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানাতে। মহিলা থানার পুলিশ গত ২০২২ ইং সালের জুলাই মাসের ২৪ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ অপহরনকান্ডে অভিযুক্ত আব্দুল মকিমকে বহিঃরাজ্য মনিপুরের থেকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে থানাতে।
জানা যায়, আব্দুল মকিমের অগোচরে মনিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মকিম অপহরন করে নিয়ে আসে তাকে মনিপুরে। সেই ফোন পেতেই পুলিশ তড়িঘড়ি মনিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরনকান্ডে অভিযুক্ত যুবক আব্দুল মকিমকে গ্ৰেপ্তার করে। নাবালিকাকে উদ্ধার করার পর জবানবন্দিতে জানা যায়, নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেছে ওই যুবক। পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে আব্দুলকে আদালতে সোপর্দ করে। দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলোনিয়া আদালত আব্দুলকে সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এদিন সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ স্পেশাল পিপি পস্কো প্রভাত চন্দ্র দত্ত।