আগরতলা, ৪ মার্চ : বর্তমান সরকার বিভিন্ন দপ্তরে দুর্নীতি করছে। পূর্বতন সরকারের ক্ষেত্রেও বহুবার দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ উঠেছিল। আজ প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
এদিন, প্রবীর চক্রবর্তী রাজ্যের চাকরির পরিস্থিতি নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি বলেন, ৩৭৮টি চাকরি চলে গেছে বাইরের রাজ্যের বেকারদের হাতে। এই রাজ্যের বেকারদের কি হবে,এই প্রশ্ন তুলেন তিনি। সাথে তিনি আরো প্রশ্ন করেন, লেনদেন অথবা বিভিন্ন প্রক্রিয়ায় বহিরাজ্যের বেকাররা রাজ্য সরকারের চাকরি পেলে রাজ্যের বেকাররা কোথায় যাবে?
এছাড়াও, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাত্রদের টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস মুখপাত্র।
বর্তমান শাসক দল এবং পূর্বতন শাসকদের বিরুদ্ধে দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ তুলে প্রবীর চক্রবর্তী বলেন, বর্তমান সরকার বিভিন্ন দপ্তরে দুর্নীতি করছে। পূর্বতন সরকারের ক্ষেত্রেও বহুবার দুর্নীতি ও নিগো বাণিজ্যের অভিযোগ উঠেছিল।
এছাড়াও, কংগ্রেসের আগামী ১১ মার্চের কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করেন তিনি।