নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): বিশ্বের ক্ষুধার চাহিদা পূরণের সম্ভাবনা রয়েছে ভারতের। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, ভারতের বিশ্বব্যাপী ক্ষুধার চাহিদা পূরণের সম্ভাবনা রয়েছে এবং সরকার দেশে একটি বাস্তুতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই লক্ষ্যে কাজ করছে। মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক খাদ্য ও আতিথেয়তা মেলা- “আহার”-এর ৩৯-তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে চিরাগ পাসওয়ান বলেছেন, সমস্ত অংশীদাররা ভারতের দৃষ্টিভঙ্গি পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি।
2025-03-04