বক্সনগর, ৪ মার্চ : রাজ্যের দুর্নীতির আখড়া বসিয়েছে ভারতীয় জনতা পার্টি। মেডিকেল থেকে শুরু করে পুলিশ বিভাগ, শিক্ষা বিভাগ নিয়েও কমিশনের বাণিজ্য চলছে। আজ বক্সনগর ব্লকের অন্তর্গত মতিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজারের কংগ্রেসের পথসভায় এমনটাই অভিযোগ তুলেছেন পিসিসির সদস্য তথা সম্পাদক রোশন আলী।
উক্ত সমাবেশকে কেন্দ্র করে সারা রাজ্যে কংগ্রেস সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। বিভিন্ন ব্লক গুলির গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ, এলাকায় সভা সমিতি, মিছিল মিটিং জোরদারভাবে এগিয়ে যাচ্ছে। তার এই অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেসের ডাকে বক্সনগর ব্লকের অন্তর্গত মতিনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার পথসভায় আয়োজন করা হয়েছে। এদিনের পথ সভায় উপস্হিত ছিলেন জেলা কংগ্রেস,ব্লক কংগ্রেস, রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোশন আলী, জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, ত্রিপুরা বাংলাদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি চক্রবর্তী, কংগ্রেস সভাপতি সুজিত চৌধুরী, মাইনরিটি সভাপতি রুহুল আমিনতাছাড়া অন্যান্য কর্মকর্তাগুল উপস্থিত ছিলেন।
এদিন পিসিসির সদস্য তথা সম্পাদক রোশন আলী বলেন, রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের কারণে মানুষ বিভিন্ন দিক দিয়ে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত। শুধু তাই নয় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এমনকি বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের পরিষেবা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেকারদের কর্মসংস্থানের বন্দোবস্ত নেই। টেন্ডারের মাফিয়া রাজ ব্লক গুলোতে দুর্নীতি পঞ্চায়েতগুলিতে অরাজকতা, এবং নৈরাজ্য শাসন কায়েম।
এদিন তিনি আরো বলেন, কংগ্রেস আগামী দিন জানান দিতে চায় রাজ্যে এখনো কংগ্রেস আছে মরে নি। রাজ্যের দুর্নীতির আখড়া বসিয়েছে ভারতীয় জনতা পার্টি মেডিকেলে দুর্নীতি, পুলিশ বিভাগের দুর্নীতি, শিক্ষা বিভাগের দুর্নীতিনিয়েও কমিশন বাণিজ্য চলছে। ওই সকল গুলি থেকে মুক্তি দিতে কংগ্রেসে একমাত্র দল। তাই আগামী ১১ই মার্চের কংগ্রেসের সমাবেশ কে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আমারা আহবান করছি ।