বলাই গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ২ মার্চ : আজ জ্যাকসন গেট সংলগ্ন টিজিইএফ কনফারেন্স হলে অল ত্রিপুরা উইভাস এন্ড আটিজেন এসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

এছাড়া স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যী, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, টিআরটিসির ভাইস চেয়ারম্যান সমর রায় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।

এ দিন প্রয়াত বলাই গোস্বামীর অবদান ও জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *