লখনউ, ২ মার্চ (হি.স.): বড় সিদ্ধান্ত নিলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। বিএসপি সুপ্রিমো মায়াবতী রবিবার তাঁর ভাইপো আকাশ আনন্দকে জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, এদিন লখনউতে অনুষ্ঠিত দলের জাতীয় সভায় অনুপস্থিত ছিলেন আকাশ।
এরপরই এই সিদ্ধান্ত নিলেন মায়াবতী। বিএসপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশ আনন্দের জায়গায় মায়াবতী নিজের ভাই আনন্দ কুমার এবং রামজি গৌতমকে জাতীয় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেন।