মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের ঘটনাটি সত্যি হলে আইনানুযায়ী শাস্তি দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ আদায়ের বিষয়টি ভালো চোখে দেখা হয়নি। বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ। যদি সত্যি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে, তাহলে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না। বিষয়টি যথাযথ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

উল্লেখ্য ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যাপক এর বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার মতো অর্থ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মেডিকেল কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষার নাম করে আদায়ের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ধরনের কোন ঘটনা ঘটে থাকলে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *