নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ মার্চ:
একবার নয়, পর পর দু’বার কৃষিতে জাতীয় পুরস্কার লাভ করেন কমলপুর নগর পঞ্চায়েতের বাসিন্দা সফল কৃষক পিন্টু শর্মা। দুই বছরের ব্যবধানে পর পর দু’বার কৃষিতে সফলতা অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন কৃষক পিন্টু শর্মা। সফল কৃষক পিন্টু শর্মা ২০২৪ সালে মিলেনিয়াম ফার্মার অব ইন্ডিয়া পুরস্কার লাভ করেন। কৃষক পিন্টু শর্মার কৃষি কাজে একাগ্রতা মহকুমার বহু কৃষক কৃষিতে উৎসাহিত হয়েছেন।
কৃষক পিন্টু শর্মার বিভিন্ন ফসল যেমন, বর্ষা মৌসুমের তরমুজ, শীতকালীন বাধাকপি, ফুলকপি, সবুজ আলু, কুমড়া, টমেটো ইত্যাদি কমলপুরে সমাদৃত। এবছর অর্থাৎ ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি কর্নাটকের হেসারঘাটায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হারটিকালচার রিসার্চ সেন্টার থেকে উদ্যান কৃষিতে দেশের মধ্যে সেরা কৃষক হিসাবে পুরস্কারে ভূষিত হন কমলপুরের গর্ব কৃষক পিন্টু শর্মা। উদ্যোগতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হার্টিকালচার রিসার্চ। সারা দেশ থেকে মোট ৫ জন কৃষককে ওই পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে কৃষক পিন্টু শর্মা একজন। পুরস্কার লাভ করে সফল কৃষক পিন্টু শর্মা বলেন, তিনি দীর্ঘদিন ধরে কৃষি কাজে যুক্ত।
মূলত ২০০৮ সালে কে ভি কে ধলাই এর সহযোগিতায় আধুনিক কৃষি ব্যবস্থাতে অনুপ্রানিত হয়ে চাষাবাদ শুরু করেন। বিজ্ঞান পদ্ধতিতে চাষ করা স্বভাবসিদ্ধ হয়ে উঠে।পরবর্তীতে কে ভি কে ধলাই এবং দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক দপ্তরের সহযোগিতায় ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে যান। সেখান থেকে কৃষি বিষয়ক প্রশিক্ষন নিয়ে চাষাবাদ শুরু করেন। তাতেই সফলতা লাভ করেন ।