আগরতলা, ১ মার্চ: আজ, আগরতলার লেইক চৌমুহনী বাজার এলাকায় পৌর নিগমের উদ্যোগে পরিচালিত এক অভিযানকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে এস ইউ সি আই (সি) দল। এরই মধ্যে, তারা আগরতলা পৌর নিগমের মেয়রের কাছে এক স্মারকলিপি প্রদান করেছে।
পৌর নিগম কর্তৃপক্ষ লেইক চৌমুহনী বাজার এলাকার বেআইনী দখল উচ্ছেদ করতে বুলডোজার ব্যবহার করে দোকানগুলিকে গুড়িয়ে দেয়, যা শত শত ক্ষুদ্র ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের রোজগার হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে। এস ইউ সি আই (সি) দল এই কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পুরনিগম কর্তৃপক্ষের দায়িত্ব ছিল এই ব্যবসায়ীদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করা এবং তাদের জীবনধারণের সুযোগ দেওয়া, কিন্তু তারা তাদের রোজগার হারাতে বাধ্য করেছে।
এস ইউ সি আই (সি) দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদের কাজ আইনসঙ্গত হলেও তা ন্যায়সঙ্গত নয়। দলটি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, প্রতিটি ব্যবসায়ীর পূনর্বাসনের জন্য অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং পূনর্বাসন না দেওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে বেঁচে থাকার জন্য মাসিক অনুদান প্রদান করার দাবি জানিয়েছে।
এখন দেখার বিষয়, পৌর নিগম কর্তৃপক্ষ এই দাবিগুলি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেয়।