আগরতলা, ১ মার্চ : প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রজেক্টে ধর্মনগর রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ শুরুতেই অনিয়ম অব্যাহত রয়েছে। এরই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের পক্ষ থেকে রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এবং ইঞ্জিনিয়ার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কার্যকতা বলেন, সমগ্র ভারতবর্ষের সাথে ধর্মনগর রেলস্টেশনও অমৃত ভারত রেল স্টেশনে অন্তর্ভুক্ত করে রেলওয়ে স্টেশন অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে নির্মাণ কাজ শুরুতেই পুরনো ইট ব্রাশ করে সেগুলো দিয়ে কাজ করাচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি পুরনো লোহার রড গুলো অনেক সময় কাজে লাগিয়ে দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজেও চলছে অনিয়ম।
আরও অভিযোগ, পুরানো রড এবং ইট দিয়ে বিভিন্ন ওয়াল বা বিল্ডিং তৈরি হলে কিছুদিনের মধ্যেই ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি বলা হয়, পুরনো জিনিস যাতে ব্যবহার না করা হয়। রেলের অমৃত ভারত প্রজেক্ট এর কাজ যিনি দেখাশোনা করছেন সেই আইডব্লিউ অফিসারের কাছে অভিযোগ জানান কার্যকর্তারা।