বিরাট ধস শেয়ার বাজারে সূচকে, সেনসেক্স ও নিফটিতে বড় পতন

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.):

ভারতের শেয়ার বাজারে ‘সেল অফ’-এর চাপ প্রবল হয়ে উঠল সপ্তাহের শেষ ট্রেডিং দিনে। শুক্রবার সকালেই বিরাট ধস নামল সূচকে। সকালে বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি সূচকে বড় পতন আসে।

এদিন আবারও নতুন করে ট্রাম্পের কর হুমকির জেরে ধস নামে শেয়ার বাজারে। আর একইসঙ্গে ডিসেম্বর মাসের মূল জিডিপির তথ্য প্রকাশের দিন সামনেই আর তাই এই আবহে বাজারে বিনিয়োগকারীদের মনোভাব বদলে যায়। প্রায় ১.৫ শতাংশের কাছাকাছি পতন আসে সেনসেক্স এবং নিফটি সূচকে। আর অন্যদিকে বিএসই মিডক্যাপ এবং বিএসই স্মলক্যাপ সূচকেও ২ শতাংশ পতন আসে।

সকাল ১০টার সময় সেনসেক্স এক ধাক্কায় ১০০৯ পয়েন্ট পরে যায়, অর্থাৎ ১.৩৫ শতাংশ ধস নামে শেয়ার বাজারে। সূচক নেমে আসে ৭৩,৬০২.৭০ পয়েন্টে আর নিফটি ৫০ সূচক পড়ে যায় ৩১২.২৫ পয়েন্টে অর্থাৎ ১.৩৯ শতাংশ ধস নামে বাজারে। আর নিফটির সমস্ত স্টকের মধ্যে আজকের বাজারে ২৬৫২টি স্টকের দাম কমে এবং মাত্র ৫১৯টি স্টকে সবুজ সঙ্কেত দেখা যায়।

নিফটি ৫০ সূচকের স্টকগুলির মধ্যে ইনফোসিস, উইপ্রো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, টেক মহিন্দ্রার শেয়ারে সবথেকে বেশি পতন আসে। আর একইসঙ্গে গ্রাসিম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, শ্রীরাম ফিনান্স, কোল ইন্ডিয়ার শেয়ারে সবথেকে বেশি মুনাফা আসে এদিনের বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *