মহারাষ্ট্রের রায়গড়ে মাছ ধরার নৌকায় আগুন, প্রাণে বাঁচলেন ১৮ জন মৎস্যজীবী

রায়গড়, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রায়গড়ে উপকূল থেকে প্রায় ৬-৭ নটিক্যাল মাইলে আগুন ধরে গেল মাছ ধরার একটি নৌকায়। ওই নৌকায় ১৮ জন মৎস্যজীবী ছিলেন, সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনী। রায়গড়ের পুলিশ সুপার জানিয়েছেন, শুক্রবার ভোররাত ৩ থেকে ৪টের মধ্যে রায়গড় জেলার অক্ষি আলিবাগ থেকে প্রায় ৬-৭ নটিক্যাল মাইলে আগুন ধরে যায় একটি মাছ ধরার একটি নৌকায়।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, সিজিসি সাবিত্রীবাই ফুলে জাহাজ ঢল দেওয়ার সময় ওই আগুন দেখা যায়। এরপরই ওই নৌকার আগুন নিভিয়ে ফেলা হয় এবং সমস্ত মৎস্যজীবীদের উদ্ধার করা হয়।