হায়দরাবাদ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। তবুও শুক্রবার সকাল পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছতে কাটিং মেশিনের সাহায্যে লোহার রড কাটার কাজ চলছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ। ২৮ তারিখ হয়ে গেল, এখন উদ্ধার করা সম্ভব হয়নি ৮ জন শ্রমিককে। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে রয়েছে। তবুও উদ্ধারকারী দল হাল ছাড়তে নারাজ।