নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন, এই নিয়ে তৃতীয়বার ভারতে এসেছেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।
উরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টকে বিশেষ সম্মান ও অভিবাদন জানানো হয়। আগামীকাল তাঁর বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। লেয়েনের এই ভারত সফরের আগেও বেশ কয়েকবার তার সাথে সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে।