তিপরা মথার অভ্যন্তরে ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে তিপরা যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে : প্রদ্যোত

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : দিল্লিতে তিপ্রাসাদের অধিকার আদায়ের লড়াই জারি রয়েছে। কিন্তু ত্রিপুরায় তিপরা মথার অভ্যন্তরে ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে তিপরা যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মথার যুব সংগঠন ওয়াইটিএফ-র প্লেনারি অধিবেশনে যুব সমাজের উদ্দ্যেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।

এদিন শ্রী দেববর্মণ বলেন, তিপ্রাসাদের অধিকারের জন্য লড়াই ভবিষ্যতেও জারি রাখতে সংগ্রামী যুব সংগঠন তৈরী করার খুব দরকার। তারজন্য আজ থেকে পরিকল্পনা শুরু করতে হবে। কারণ , প্রতিনিয়ত তিপ্রাসাদের ঐক্য ভাঙার পরিকল্পনা চলছে। প্রত্যেক মথার কর্মী সমর্থকদের ব্যক্তিগত স্বার্থের বাইরে গিয়ে জনগণের সাহায্য করতে হবে। কোনো পদের লোভে এই দলে থাকা উচিত নয়। বর্তমানে মথায় আমার কোনো পদ নেই ,তারপর ও আমি তিপ্রাসাদের উন্নয়নের জন্য লড়াই জারি রেখেছি, বলে তিনি।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় শাসক জোট শরিক তিপ্রা মথা দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। দলের একাংশ কর্মীরা দূর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছেন। গত চার বছরে অনেকেই ব্যক্তিগত স্বার্থে দল থেকে বেরিয়ে গিয়েছে। পরবর্তী সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে মথা ভাঙার চেষ্টা করছে। কিন্তু পরিকল্পনা করার পর ও এখন পর্যন্ত থানসা ভাঙার ক্ষমতা হয় নি। দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের লড়াই আরো তেজী করতে হবে, বার্তা দিয়েছেন তিনি।

এদিন আরো তিনি বলেন, দিল্লিতে তিপ্রাসাদের অধিকার আদায়ের লড়াই জারি রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরায় তিপরা মথার ঐক্যে ফাটল ধরানোর প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে তিপরা যুব সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাঁর কথায়, আজ মথার পরাজয় হওয়ার একমাত্র কারণ হল বিভাজন। যাঁরা তিপ্রাসাদের মধ্যে বিভাজন তৈরী করেছে, তাঁদের পরিচয় আমাদের কাছে অজানা নেই। কিন্তু তাঁদের বিরুদ্ধে জনসম্মুখে কিছু বললেই আমাদের আইনের বেড়াজালে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *