প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মহাকুম্ভ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনও প্রয়াগরাজে ভক্তদের সমাগমে ভাঁটা পড়েনি। বৃহস্পতিবারও ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন বিপুল সংখ্যক ভক্তরা। সঙ্গমে আস্থার ডুব দেওয়ার পর কেউ অযোধ্যা, কেউ কেউ আবার বারাণসীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে, প্রয়াগরাজের মতো এই দুই শহরেও ভক্তদের ভিড় দেখা গিয়েছে।
উল্লেখ্য, বুধবারই ছিল মহাকুম্ভ মেলার অন্তিম দিন। মহা শিবরাত্রির পবিত্র দিনে ত্রিবেণী সঙ্গমে চতুর্থ অমৃত স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থীরা। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল মহাকুম্ভ মেলা, টানা ৪৫ দিন পর ২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে মহাকুম্ভ মেলা। ৪৫-দিনে ৬৬ কোটিরও বেশি মানুষ সঙ্গমে পুণ্যস্নান করেছেন, যা এককথায় রেকর্ড।