নেশাজাতীয় কফসিরাপ সহ আটক চার

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : নেশাজাতীয় কফসিরাপ সহ আটক চার নেশা কারবারি। তাদের মধ্যে তিনজনই নাবালক। বাকি একজনের নাম রাহুল চৌধুরী, তার বাড়ি বিহার।

আগরতলা রেল স্টেশন এলাকার রেল ব্রিজ সংলগ্ন কাঁঠালতলী এলাকা থেকে তাদের অস্বাভাবিক গতিবিধি লক্ষ করে আমতলী থানার পুলিশ। তাদের আটক করে তখন তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের ব্যাগ থেকে প্রায় ৮৫ বোতল নেশাজাতীয় কফসিরাপ উদ্ধার হয়। এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন আমতলী থানার দুই দক্ষ পুলিশ আধিকারিক গোপাল দাস এবং মামন উল্লা কাজি ও কনষ্টবল লিটন দাস। আটককৃতদের আগামীকাল আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে তদন্ত করা হবে।