আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : বিকল্প ব্যবস্থা না করে রাজধানী আগরতলার অন্যতম বাজার লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় এবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল রাজপথে। পুরনিগমের এই কাজ অমানবিক, এই অভিযোগ এনে আগরতলা পুরো নিগমের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয় সিপিআইএম সদর মহকুমা কমিটি। এদিনের বিক্ষোভ মিছিল থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
লেকচৌমুহনী বাজার ভেঙে ফেলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আগরতলার রাজপথে সিপিআই মহাকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচির পর আগরতলা পুরনিগমের সামনে বিক্ষোভ সমাবেশ পালিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, আরে একবার চেষ্টা করবেন না। এভাবে দোকানপাট ভেঙ্গে, মানুষের রুজিরুটিতে আঘাতহানা বন্ধ করুন। মানুষ সব বুঝতে পারছে। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে নেই। ২০২৩ এর নির্বাচনে তিপরা মথার হাত ধরে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। না হলে বিজেপি নির্বাচনেও জিততে পারত না। তিপরা মথাও বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে জনজাতি অংশের জনগণকে ঠকিয়েছে। সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে। তাদের সঙ্গে জনগণ আর দাঁড়াবে না।
তিনি আরো বলেন, ৫০০র বেশি ব্যবসায়ী যারা লেকচৌমুহনী বাজারে ক্ষুদ্র ব্যবসা করে তাদের পরিবার প্রতিপালন করতো তারা আজ অসহায়। বিকল্প ব্যবস্থা না করেই তাদের উৎখাত করেছে পুর নিগম। রাতের আঁধারে এ ধরনের ঘটনা অমানবিক। পুলিশ প্রশাসনের জোরে, সংখ্যার জোরে যা খুশি তা করা সম্ভব নয়। বিজেপির সাথে মানুষের সহযোগিতা নেই বলেই দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এভাবে অন্যায় অত্যাচার করে ফ্যাসিস্ট শুলভ মনোভাব নিয়ে সরকারি টিকে থাকার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেই দাবি তাঁর।

