পাটনা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বুধবারে বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণের পর বৃহস্পতিবার বন্টন হল মন্ত্রিত্ব। একইসঙ্গে সম্প্রসারিত হয়েছে মন্ত্রিসভা। সম্রাট চৌধুরীকে অর্থ ও কমার্শিয়াল ট্যাক্স দফতর দেওয়া হয়েছে। বিজয় কুমার সিনহাকে কৃষি, খনি ও ভূতত্ত্ব দফতর। প্রেম কুমার সমবায় দফতরের দায়িত্বে। কৃষ্ণ কুমার মন্টুকে তথ্য ও প্রযুক্তি দফতর। জীবেশ মিশ্রকে নগরোন্নয়ন ও আবাসন দফতর দেওয়া হয়েছে।
এছাড়াও বিজয় মন্ডলের কাছে রয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা দফতর। সঞ্জয় সারাওয়াগীকে রাজস্ব ও ভূমি সংস্কার দফতর। সুনীল কুমারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতর। মতিলাল প্রসাদকে কলা, সংস্কৃতি ও যুব কল্যাণ দফতর। রাজু কুমার সিংকে পর্যটন দফতর দেওয়া হয়েছে।