নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিধানসভার ভিতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনলেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। বৃহস্পতিবার অতিশী অভিযোগ করেছেন, “পুলিশ অফিসাররা বলছেন, আমাদের (এএপি বিধায়কদের) বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, তাই আমাদের এমনকি বিধানসভা চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।”
অতিশী আরও বলেছেন, এখনও পর্যন্ত দেশের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। এমনকি সংসদে সাসপেন্ড হওয়ার পরও গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ হয়। সব মিলিয়ে আমাদের থামানো যাবে কী করে? আমরা স্পিকারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কিছুই হচ্ছে না।” প্রতিবাদে এদিন বিধানসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এএপি বিধায়করা।
পাল্টা এএপি-কে আক্রমণ করেছে বিজেপি। দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন, “দেশের কোনও বিধানসভা বিরোধী বিধায়কদের এমন আচরণ নিয়ে কাজ করতে পারে না। ১০ বছর ধরে, দিল্লির জনগণের সমস্যাগুলি এখানে আলোচনা করা হয়নি। আমরা কাউকে এমন ষড়যন্ত্র করতে দেব না, যাতে দিল্লির জনগণের সমস্যা নিয়ে আলোচনা না হয়। আমি মনে করি যে এখন এএপি-র লোকজনদের বোঝা উচিত, তাঁদের দিল্লির সমস্যাগুলি নিয়ে আলোচনা করা উচিত এবং একটি মর্যাদাপূর্ণভাবে সভা পরিচালনা করা উচিত।”