শিবচতুর্দশী উপলক্ষে শহরের মন্দিরগুলোতে উপচে পড়া ভিড়

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: মহা শিবরাত্রি উপলক্ষে বটতলা শিব মন্দির সহ শহরের বিভিন্ন মন্দিরগুলোতে ভক্তরা পূজা অর্চনায় ব্রতী হয়েছেন। পাশাপাশি এদিন মন্দির গুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

প্রসঙ্গত, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল এই শিবচতুর্দশীতে। প্রচলিত বিশ্বাস এই তিথিতেই প্রথম জ্যোতির্লিঙ্গ প্রকট হয়। এবছর তিথি অনুযায়ী চতুদর্শী পড়েছে ২৬ ফেব্রুয়ারি। আজ সকাল ৯টা ৪১ মিনিট ৮ সেকেন্ডে শুরু হয়েছে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮টা ২৯ মিনিট ৩১সেকেন্ডে। তিথি শুরু হতেই শিব মন্দির গুলিতে এয়োতিদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গিয়েছে।