বিহারের মন্ত্রিসভার সম্প্রসারণ: মন্ত্রী পদে শপথ নিলেন ৭ জন বিধায়ক

পাটনা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বিহারে আচমকাই সম্প্রসারণ হয়ে গেল মন্ত্রিসভায়। বুধবার বিকেলে বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭ জন বিধায়ক। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দারভাঙ্গার বিজেপি বিধায়ক সঞ্জয় সারোগি, এছাড়াও বিজেপি বিধায়ক জীবেশ কুমার ও রাজু কুমার সিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসাবে এদিন শপথ নিয়েছেন বিহারশরিফের বিজেপি বিধায়ক ডঃ সুনীল কুমার।

এছাড়াও বিজেপি বিধায়ক মোতিলাল প্রসাদ এবং কৃষ্ণ কুমার মন্টু মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বিহারের মন্ত্রী হয়েছেন বিজেপি বিধায়ক বিজয় কুমার মণ্ডলও। বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, “আমি সাতজন মন্ত্রীকে অভিনন্দন জানাই, যারা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহারের উন্নয়নে কাজ করবেন।”