পাঠানকোট, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবের পাঠানকোটে অনুপ্রবেশ রুখে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয়েছে এক অনুপ্রবেশকারীর। বুধবার সকালে বিএসএফ জানিয়েছে, বুধবার ভোরের আলো ফোটার আগেই পাঠানকোট এলাকায়, তাশপাটান বর্ডার আউট পোস্টের কাছে আন্তর্জাতিক সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসে।
প্রথমে ওই অনুপ্রবেশকারীকে সতর্ক করে থেমে যেতে বলেন বিএসএফ জওয়ানরা। তারপরও সে এগিয়ে আসতে থাকে। ঝুঁকি রয়েছে, বুঝতে পেরে বিএসএফ জওয়ানরা গুলি চালান। এরপর ওই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। নিহত অনুপ্রবেশকারীর পরিচয় ও লক্ষ্য কি ছিল, তা খতিয়ে দেখছে বিএসএফ।