বিশালগড়, ২৫ ফেব্রুয়ারি: বিশালগড়ে বাইক দুর্ঘটনায় পথচারীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার গভীর রাতে রঞ্জন সাহা নামে এক যুবক বাইক নিয়ে কোন এক অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। দ্রুতগতিতে বাইক চালানোর সময় বিশালগড় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন এলাকায় নিচের বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হরিপদ দাস নামে এক বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মারেন।
দুর্ঘটনার ফলে রাস্তায় ছিটকে পড়ে যান রঞ্জন সাহা এবং হরিপদ দাস। স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর দেখে হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।