নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি:
মঙ্গলবার আগরতলায় লোকনাথ মন্দিরের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার আগরতলার ঐতিহ্যমন্ডিত শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে ৩১তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস ও পাদুকা উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে বাল্য ভোগ লাগানো হয়। পরবর্তীতে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় সকাল দশটায়। ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা ও রাখা হয়। এদিন লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।