আগামী ১৬ মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে : মেয়র

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: আগামী ১৬ মার্চ রাজ্যভিত্তিক বসন্ত উৎসব আগরতলার বিটি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আজ সেই বসন্ত উৎসবকে সামনে রেখে আজ আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি মেয়র বলেন, ওই উৎসব বাঙালি, জনজাতি সহ সমস্ত সম্প্রদায়ের অনুষ্ঠান জনসম্মুখে তুলে ধরা হবে। ত্রিপুরায় প্রথমবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। ওই উৎসব জনসম্মুখে জনপ্রিয় করে তুলতে সরকারের সমস্ত দপ্তর এবং পুর নিগমকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *