উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাঙ্ক ঋণ দেওয়া হলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে: রাজ্যপাল

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী : উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাঙ্ক ঋণ দেওয়া হলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে দেশীয় পণ্য সামগ্রীর ব্যবহারের উপর আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। আজ হোটেল পোলো টাওয়ারে নাবার্ড আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। সেমিনারে রাজ্যপাল আরও বলেন, বিকশিত ভারত গড়তে হলে আমাদের কি পরিকল্পনা নিয়ে এগুতে হবে তার রূপরেখা এখনই ঠিক করা উচিত। রাজ্যের প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে যদি শিল্প গড়ে তোলা যায় তাহলে রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি হবে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেট ফোকাস পেপার ২০২৫-২৬-এর সূচনা করেন রাজ্যপাল সহ অন্যান্য অতিথিগণ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আগর, ক্যুইন আনারস, রাবার, চা, বাঁশ এসব প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে শিল্প গড়ে তোলার জন্য স্থানীয়দের আরও উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া উচিত। অনুষ্ঠানে রাজ্যপাল মৎস্যচাষের মাধ্যমেও রাজ্যে প্রচুর কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক লাভালাভের সুযোগ রয়েছে বলে অভিমত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে রাজ্যের উদ্যোগীদের আরও সহজতর উপায়ে ঋণদানের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডর, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাবার্ডের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার অনিল এস কোটমায়ার। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন নাবার্ডের ডিজিএম রাজেশ চান্দেকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *