ভোপাল, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): টেক্সটাইল, পর্যটন ও প্রযুক্তি ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারতের উন্নয়নে তিনটি সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—টেক্সটাইল, পর্যটন এবং প্রযুক্তি। এসব ক্ষেত্রে কোটি কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা যদি বস্ত্রের দিকে তাকাই, ভারত হল দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ। ভারতে টেক্সটাইল সম্পর্কিত একটি সম্পূর্ণ ঐতিহ্য রয়েছে, এতে দক্ষতার পাশাপাশি উদ্যোক্তাও রয়েছে। মধ্যপ্রদেশ একভাবে ভারতের তুলার রাজধানী। ভারতের জৈব তুলা সরবরাহের প্রায় ২৫ শতাংশ মধ্যপ্রদেশ থেকে আসে।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সম্প্রতি ৪৫ হাজার কোটি টাকার কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্প শুরু হয়েছে। এতে ১০ লক্ষ হেক্টর কৃষি জমির উৎপাদনশীলতা বাড়বে। এটি মধ্যপ্রদেশে জল ব্যবস্থাপনায় নতুন শক্তি যোগাবে। এই ধরনের সুবিধা খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি এবং টেক্সটাইল ক্ষেত্রে একটি বিশাল সম্ভাবনা উন্মোচন করবে। মধ্যপ্রদেশে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর উন্নয়নের গতিও দ্বিগুণ হয়েছে। দেশের উন্নয়নে মধ্যপ্রদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “নির্বাচনের সময় আমি বলেছিলাম, আমার তৃতীয় মেয়াদে আমরা তিনগুণ দ্রুত গতিতে কাজ করব। ২০২৫ সালের প্রথম ৫০ দিনে আমরা তা দেখতে পাচ্ছি। এই মাসে আমাদের বাজেট এসেছে। এই বাজেটে আমরা ভারতের প্রবৃদ্ধিকে উজ্জীবিত করেছি।” প্রধানমন্ত্রী কথায়, “এই বাজেটে মধ্যবিত্তের ক্ষমতায়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করেছি এবং ট্যাক্স স্ল্যাব পুনর্গঠন করেছি। বাজেটে স্থানীয় সাপ্লাই চেইন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে আমরা উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হতে পারি।”