ভারত সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে : অনুরাগ সিং ঠাকুর

জম্মু, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারত সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। জোর দিয়ে বললেন বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। সোমবার জম্মুতে এক সাংবাদিক বৈঠকে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়তে একটি বড় ভূমিকা পালন করবে। সরকার নিজস্ব সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে।”

অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “সরকার গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনতে সফল হয়েছে। সরকার চার কোটি বাড়ি তৈরি করেছে এবং ৬০ কোটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয়েছে। বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দেওয়া হয়েছে। ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *