সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ : প্রধানমন্ত্রী

ছত্তরপুর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): “সকলের জন্য সুস্বাস্থ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূল স্তম্ভ”, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার বাঘেশ্বর ধাম চিকিৎসা ও বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেছেন, আমাদের মন্দিরগুলি পুজোর কেন্দ্রগুলির পাশাপাশি বিজ্ঞান ও সামাজিক চেতনার কেন্দ্রও হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের ঋষিরা আমাদের আয়ুর্বেদ এবং যোগের বিজ্ঞান দিয়েছেন, যা এখন সারা বিশ্বে চর্চা করা হচ্ছে।

অত্যাধুনিক মেশিন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সজ্জিত ক্যান্সার হাসপাতাল সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে। মধ্যপ্রদেশ, বিহার এবং অসমে তিন দিনের সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এদিন মধ্যপ্রদেশে পৌঁছেছেন, যেখানে তিনি ভোপালে দু’দিনের গ্লোবাল ইনভেস্টর সামিট ২০২৫-এর উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *