নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
মা ঊষা চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ ইন্দ্রনগর মসজিদ সংলগ্ন এলাকায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য শিবিরে রোগীদের বিভিন্ন রক্ত পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে রোগীর চিকিৎসা প্রদান ও ওষুধ দেওয়া হয় । ১১০ জন রোগি এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন বলে জানিয়েছেন মা উষা চেরিটেবল ট্রাস্টের কর্ণধার ডক্টর সুশান্ত রায়।
তিনি বলেন এই ধরনের স্বাস্থ্য শিবির রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রাাটে উদ্যোগে করা হচ্ছে ,আগামী দিনও হবে । এই স্বাস্থ্য শিবিরে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে অংশ নেন ডক্টর রজত ভৌমিক, ডক্টর রজত দত্ত ডঃ সৌমেন ভৌমিক, ডঃ সংঘমিত্রা পাল, ডক্টর কুহেলি পাল।