নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
ইন্দ্রনগর জগতপুর কালীবাড়ির সামনে অবস্থিত রামঠাকুর মন্দিরে দুঃসাহসের চুরি কান্ড সংঘটিত হয় শনিবার রাতের কোন এক সময়ে। তালা ভেঙ্গে সোনার বেশ কয়েকটি তুলসী পাতা এবং প্রণামী বাক্সের নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিন মন্দিরের পূজার আয়োজন করেন স্থানীয় ভানুমতি আচার্যী নামে এক মহিলা। রবিবার সকাল প্রায় ছয়টা নাগাদ প্রতিদিনকার মতো তিনি মন্দিরের দরজা খুলতে আসেন। এসে দেখেন মন্দিরের গেইটে ঠিকঠাক তালা থাকলেও মন্দিরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখতে পান সবকিছু লন্ডভন্ড করে ফেলে রাখা। সঙ্গে সঙ্গে আশপাশের প্রত্যেককে খবর দিলে তারা এসে দেখতে পান ঠাকুরের আসনের নিচে থাকা ৮ থেকে ১০টি সোনার তুলসী পাতা গায়েব। পাশাপাশি প্রণামী বাক্সের টাকাও নিয়ে গেছে চোর। মন্দির কমিটির সদস্যরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দিরের পাশেই একটি বাড়ির সিসি ক্যামেরায় চুরির ঘটনা ধরা পড়েছে। মুখ বাঁধা অবস্থায় এক চোরকে চুরি কান্ড সংঘটিত করতে দেখা গেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।