আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : সরকারি ও অনুদানপ্রাপ্ত বিদ্যালয় ও শিক্ষা আধিকারিকদের কার্যালয়গুলোর কাজকর্ম আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত রেখেছেন ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উত্তর জেলার কাঞ্চনপুর স্কুল পরিদর্শনে গিয়ে দপ্তরের যুগ্ম অধিকর্তা রাকেশ দেববর্মা দেখতে পান যে কাঞ্চনপুর বিদ্যালয় পরিদর্শক অফিসের ৯ জন কর্মচারী নির্ধারিত সময়ের অনেক পর পর্যন্ত অফিসে উপস্থিত হননি।
এই অনিয়ম ও দায়িত্বহীন আচরণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বুনিয়াদি শিক্ষা অধিকারের অধিকর্তা শ্রী এন সি শর্মা একসঙ্গে সংশ্লিষ্ট ৯ জন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন। নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অনুপস্থিতির উপযুক্ত ব্যাখ্যা দেন এবং কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব প্রদান করেন।
এটি প্রথমবার নয়, এর আগেও বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার অভাব লক্ষ্য করেছেন এবং তা সংশোধনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং শিক্ষা পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ রাখতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে যথাযথ সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিতে হবে।
বিদ্যালয়গুলির সার্বিক কার্যকারিতা ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের আকস্মিক পরিদর্শন ও কড়া প্রশাসনিক পদক্ষেপ ভবিষ্যতেও চলবে বলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।