নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি:
অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখার উদ্যোগে সাঁওতাল বিদ্রোহের নেতা কানু মুর্মুর ১৭০তম শহীদ দিবস পালন করা হয় উজ্জয়ন্ত প্যালেসের সামনে। সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা শহীদ কানু মুর্মুর১৭০তম শহীদান দিবস আজ, যা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে উজ্জয়ন্ত প্যালেসের সামনে শহীদ কামু মূর্মুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির কর্মকর্তারা। দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির ত্রিপুরা রাজ্য শাখার আহ্বায়ক মলিন দেববর্মা। তিনি বলেন, আজ থেকে ১৭০ বছর আগে সাঁওতাল জনগণের অধিকার সুরক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন কানু মুর্মু। তাকে স্মরণীয় করে রাখতেই আজ তার শহীদান দিবস পালন করা হয়।