শিক্ষক অজন্ত রায়ের এক অভিনব উদ্যোগ: “এসো কথা বলি”

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : বর্তমান সমাজ একাকিত্বের শিকার, যেখানে সোশ্যাল মিডিয়া আমাদের জনসংযোগ দিলেও বাস্তবে মানুষের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়ছে। কথা বলার প্রয়োজনীয় মানুষের অভাব আর এর ফলস্বরূপ সামাজিক ব্যাধির বিস্তার হচ্ছে। এই পরিস্থিতিতে সাতনালা দ্বাদশের শিক্ষক শ্রী অজন্ত রায় নিয়ে এলেন একটি অভিনব উদ্যোগ – “এসো কথা বলি”।

রাজ্যের অন্যতম প্রখ্যাত শিক্ষক শ্রী অজন্ত রায় তাঁর এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের জনগণের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে চান, যেখানে সামাজিক সমস্যা যেমন বাল্য বিবাহ, নেশার রমরমা, স্কুল ড্রপআউট, এবং সামাজিক অসাম্যতা নিয়ে কথা বলা হবে।

আজ দশদা ব্লকের অন্তর্গত পশ্চিম সাতনালা গ্রামের একটি এলাকায় এই অনুষ্ঠানের সূচনা হয়। বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং সামাজিক অবক্ষয়ের মতো বিষয়ে প্রায় পঁচিশ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন।

শ্রী অজন্ত রায় বিশ্বাস করেন, একজন শিক্ষক শুধু বিদ্যালয়ের চার দেওয়ালেই সীমাবদ্ধ থাকেন না, বরং তিনি সরাসরি মাঠে নেমে সমাজের উন্নতির জন্য কাজ করতে পারেন। তাঁর মতে, আজকাল মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর এই বিচ্ছিন্নতার সুযোগেই একের পর এক অসামাজিক কর্মকাণ্ড ঘটছে। বর্তমান সময়ে মানুষের হাতে আর সময় নেই একে অপরের সঙ্গে কথা বলার। সবাই এখন মোবাইলের নিচে বন্দী হয়ে পড়েছে, ফলে সম্পর্কের গভীরতা কমছে।

এই কারণেই কাঞ্চনপুর সাতনালা এলাকা, যা শ্রী রায়ের কর্মস্থলও, সেখানে তিনি “এসো কথা বলি” কর্মসূচীর মাধ্যমে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *