শিবরাজকে বিমানের ভাঙা আসন বরাদ্দ; ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী, ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): এয়ার ইন্ডিয়ার বিমানে ভাঙা আসন বরাদ্দ করা হল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আর তাতেই বেজায় চটে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিরস্কার করেছেন শিবরাজ। পরে কেন্দ্রীয়মন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ নিজের মনের কথা তুলে ধরেছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ লিখছেন, “শনিবার আমাকে ভোপাল থেকে দিল্লি আসতে হয়েছিল। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই৪৩৬-এ টিকিট বুক করেছিলাম, আমাকে ৮সি নম্বর সিট বরাদ্দ করা হয়েছিল। আমি গিয়ে সিটে বসলাম, সিটটি ভাঙা অবস্থায় ছিল। ওই আসনে বসতে অস্বস্তি হচ্ছিল। আমি যখন এয়ারলাইন স্টাফদের জিজ্ঞাসা করলাম, খারাপ থাকা সত্ত্বেও এই আসন কেন আমায় বরাদ্দ করা হল, তাঁরা আমাকে বলেছে, ম্যানেজমেন্টকে আগেই জানানো হয়েছিল যে এই আসনটি ভাল নয় এবং এর টিকিট বিক্রি করা উচিত নয়। আমার ধারণা ছিল, টাটা দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হবে, কিন্তু তা আমার ভুল ধারণায় পরিণত হয়েছে।”

শিবরাজের এই টুইটের পরই ক্ষমা চেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, “এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। অনুগ্রহ করে নিশ্চিন্ত থাকুন, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা এই বিষয়টি সাবধানতার সঙ্গে দেখছি। আমরা আপনার সঙ্গে কথা বলার সুযোগ চাইছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *